বিনোদনবিশেষ খবর

জ্যোতিষীর চোখে নতুন বছর

২০২২ কেমন কেটেছে? কী করতে পেরেছেন? কী করতে পারেননি? সেসব হিসাব থাকুক। নতুন বছরটি কেমন যাবে? তা দেখেই পরিকল্পনা করে নিতে পারেন এখনই। ফেলে আসা বছরের দুঃখ-দুর্দশা কাটিয়ে যাতে নতুন বছর শান্তিতে থাকা যায় সে চেষ্টাই করেন কমবেশি সবাই। সবাই চান নতুন বছর যেন হয় সুখ ও সমৃদ্ধির। জোতিষীর মতে, ২০২৩ সাল হবে বাংলাদেশের জন্য সফলতার বছর। নতুন বছর ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারকে হটানোর আন্দোলন ও সংগ্রাম বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সফল হবে না। এ ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন ১২, ১১ ও ৭ দলীয় জোটের বর্তমান সরকার পদত্যাগের আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপি সরকারের বিরুদ্ধে হরতালসহ নানান কর্মসূচি দিলেও সাধারণ মানুষের আশাব্যঞ্জক সমর্থন পাবে না। বছরের শুরুতে মন্ত্রিসভার রদবদল হবে। নতুন মুখ দেখা যাবে মন্ত্রিসভায়। বছরের বেশির ভাগ সময় দেশে বিরাজ করবে নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন ও সংগ্রাম। বিভিন্ন রাজনৈতিক দলে শুরু হবে ভাঙাগড়ার খেলা। থাকবে নতুন নতুন জোট গঠন ও ভাঙনের খেলা। কোনো কোনো নেতার দলবদল বহুল আলোচিত ঘটনা হবে। দেশের বিভিন্ন স্থানে উগ্রপন্থিরা বিচ্ছিন্ন ঘটনার জন্ম দিতে পারে। সরকার তা সঠিকভাবে মোকাবিলা করতে পারবে। চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে এগোবে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। দাতা সংস্থার সঙ্গে সরকারের বিদ্যমান সম্পর্ক নতুন দিগন্তের পথ দেখাবে। পাশাপাশি কূটনৈতিক সফলতাও বাড়বে। জোতিষীর মতে, ২০২৩ সাল হবে বাংলাদেশের জন্য সফলতার বছর। বছরের মাঝামাঝি ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার। এ বছর অতিবৃষ্টি ও বন্যা হতে পারে। বছরের শুরুতে দেশের আর্থিক অবস্থা ভালো হতে শুরু করবে। আমদানি বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। জোতিষীরা আরও বলছেন, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে থাকবে স্থিরতা। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস কারাগার থেকে মুক্তি পাবেন। বৈশ্বিক মহামারি করোনার চতুর্থ ঢেউ আসবে দেশে। সরকার সফলভাবে মোকাবিলা করবে। জনগণ আগের মতো আতঙ্কিত হবে না। লকডাউনের মতো ঘটনা ঘটবে না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক মেসির নেতৃত্বে ফুটবল টিমের আগমন ঘটবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button