চট্টগ্রামবিশেষ খবর

সীতাকুন্ডস্থ বিএম কন্টেইনার ডিপো’র ক্ষতিগ্রস্ত এলাকা নৌ পরিবহন প্রতিমন্ত্রী পরিদর্শন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী অদ্য ০৬ জুন,২০২২ তারিখ  সীতাকুন্ডস্থ বিএম কন্টেইনার ডিপো’র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিকাল ৬.০০ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা দেখে বিভিন্ন মহল ঈর্ষান্বিত। তারা বাংলাদেশের উন্নয়নের গতি থামিয়ে দেওয়ার জন্য  বিভিন্ন রকম অপপ্রচারে লিপ্ত। কোনরকম অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। বিএম কন্টেইনার ডিপো’র এই দূর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সতর্কতার সাথে তাদের কর্তব্য পালনের জন্য আহবান জানান। বিশেষ করে ফায়ার এবং সেইফটি ইক্যুইপমেন্টের যথাযথ ব্যবহার ও নিয়মিত ফায়ার drill এর মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষিত হওয়ার আহবান জানান। যাতে যেকোন দূর্ঘটনা তাৎক্ষনিক মোকাবিলা করা যায়। তিনি আরো বলেন, বন্দরের অভ্যন্তরে যে সকল বিপদজনক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে সেগুলো দ্রুত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডে-কে অনুরোধ জানান যাতে দেশের একমাত্র লাইফ লাইন চট্টগ্রাম বন্দর ঝুঁকি মুক্ত থাকে”।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান তাঁর বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান। তিনি বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সাহসিকতার সহিত তাদের দায়িত্ব পালনের জন্য আহবান জানান। তিনি ফায়ার বিভাগের কর্মকর্তা/কর্মচারী ছাড়াও বন্দরের সকল কর্মকর্তা/কর্মচারীদের বাধ্যতামূলক ফায়ার প্রশিক্ষণ করার নির্দেশ দেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button