রাজনীতিশীর্ষ নিউজ

২৭ জুলাই মহাসমাবেশ ঘিরে ১০ স্থানে শরিকদের সমাবেশ

 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। মহাসমাবেশস্থলের আশপাশের আরো ১০টি এলাকায় বিএনপির সমমনা দলগুলো পৃথক সমাবেশ করবে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার ১১ স্থানে পৃথক কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা ৩৭টি রাজনৈতিক দল। এর মধ্য দিয়ে রাজধানীর বৃহৎ অংশকে মহাসমাবেশের স্থান হিসেবে রূপ দেওয়ার চিন্তা করছে তারা।

২৭ জুলাই বিএনপির মিত্র দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাব অথবা মৎস্য ভবনের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পান্থপথে দলীয় কার্যালয়ের সামনে, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ পল্টনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংক, জাতীয়তাবাদী সমমনা জোট পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে, বাম গণতান্ত্রিক ঐক্য জাতীয় প্রেস ক্লাবে, বাংলাদেশ লেবার পার্টি পল্টনে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) বায়তুল মোকাররম উত্তর গেটে এবং আমার বাংলাদেশ (এবি পার্টি) পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button