বিশেষ খবররাজনীতি

জনগণের সুবিধার কথা বিবেচনা করে প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

 

টুঙ্গিপাড়া, ১৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আপনারা যখনই কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাবেন, তখন কিছু বিষয় মাথায় রাখবেন এবং তা হলো প্রকল্পগুলো বাস্তবায়নের পর তা থেকে কি সুফল পাওয়া যাবে এবং দেশ ও জনগণ কতটা উপকৃত হবে।
প্রধানমন্ত্রী কেবল জনগণের অর্থ ব্যয়ের জন্য কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করে এলাকার মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনা করার পরামর্শ দেন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্থানীয় প্রশাসনের উদ্দেশে ভাষণদানকালে তিনি এ নির্দেশ প্রদান করেন।

শেখ হাসিনা লোকজন কি বলবে তা নিয়ে দ্বিধা না করে যেকোনো পেশাগত দায়িত্ব পালনের সময় আস্থা, বিশ্বাস ও আত্মমর্যাদার সঙ্গে কাজ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
তিনি বলেন, অনেকে বলেছিল যে এটি কাজ করবে না বা এটি কার্যকর হবে না, কিন্তু আমরা এটি করেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক দেশ ভাবতেও পারেনি গত ১৫ বছরে বাংলাদেশ এতটা এগিয়েছে।
শেখ হাসিনা বলেন, লোকজন কি বলছে আমরা তা নিয়ে মাথা ঘামাই না। দেশ ও জনগণের কল্যাণে যা করা দরকার আমরা তা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button