বিশ্বশীর্ষ নিউজ

চরমে গৃহহীন সংকট, লস অ্যাঞ্জেলসে জরুরি অবস্থা জারি

গৃহহীন সংকট চরমে পৌঁছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস নগরীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েই নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার নতুন মেয়র কারেন বাস।

স্থানীয় সময় সোমবারই তিনি নগরীর নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেন। এরপরই প্রথম কাজ হিসেবে তিনি ‘গৃহহীন সংকট’ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেন।

এই পদক্ষেপকে ‘ভূকম্প বদল’ আখ্যা দিয়ে মেয়র কারেন বাস বলেন, “এই পদক্ষেপ সমস্যাটি সমাধানের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।”

লস অ্যাঞ্জেলেস ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে কারেন বাস বলেন, “আমি এই গৃহহীন সংকটকে মেনে নিতে পারছি না, যা ৪০ হাজারেরও বেশি মানুষকে কষ্ট দিচ্ছে। এবং এর প্রভাব পড়ছে আমাদের প্রত্যেকের ওপর।”

তিনি আরও বলেন, “আগামী দিনে গৃহহীনদের নিয়ে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করব।” সূত্র: সিবিএস নিউজনিউ ইয়র্ক পোস্টএবিসি৭লেমনডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button