বিশেষ খবররাজনীতি

জনগণ যদি শক্তি হয়ে থাকে, বিদেশীদের কাছে ঝর্না কেন: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘সাংবিধানিক ভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর নির্বাচনে জনগণই নির্ধারণ করবে, তাঁরা কাকে ক্ষমতায় আনবে। আমার আত্মবিশ্বাস আওয়ামী লীগ দেশে এতই উন্নয়ন করেছেন, যাঁর ফলশ্রুতিতে জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনবে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে। বিএনপিকে  উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে আপনারা ঝর্না দিচ্ছেন কেন? তারা গণতন্ত্র কখনো বিশ্বাস করে না, কখনো করেও নাই। সুতরাং ভাঁওতাবাজি বন্ধ করেন’

শনিবার (১৯ আগষ্ট) বিকেলে কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘৭৫ এর পরবর্তী জিয়াউর রহমান পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে। এবং তারা আবারও ষড়যন্ত্রে করে যাচ্ছে। তাদের আন্দোলনে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততদিন শান্তিতে থাকবে, বাঙালি জাতি ততদিন শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকার বার বার দরকার।’

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো: দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম, সা: সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের সাংসদ প্রসেসর আবু মু: নেজাম উদ্দীন নদভী।

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামের সঞ্চলনায় শোক সভার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক আবদুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আ.ফ.ম টিপু সুলতান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ।

এছাড়াও শোক সভায় দক্ষিণ জেলা যুবলীগের প্রতিটি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ. লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. মুর্তজা কামাল চৌধুরী, মো. তৌহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. আকতার হোছাইন, নাসির উদ্দিন, অ্যাড. শাহাদাত কবির বাহাদুর, মো. মাইনুদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদকে মো. নাছির উদ্দিন মিন্টু, সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক মো. মুরিদুল আলম মুরাদ, মু. বেলাল হোসেন মিঠু, মো. আবিদ হোসেন, মো. নুরুল আমিন, এ এন এম ফরহাদুল আলম, প্রচার সম্পাদক মো. সাইফুল হাসান টিটু দপ্তর সম্পাদক পদে রাজু দাস হিরো, গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক আবু হায়দার মো. ওসমান গনি, অর্থ সম্পাদক মো. হাবীবুল হক চৌধুরী, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক মো. জামিল উদ্দিন, ত্রাণ সম্পাদক মো. মহিউদ্দিন মুরাদ, সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইঞ্জি. অমল রুদ্র, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান, কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক সেলিম হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান, সম্পাদক সাঈদ খাঁন আরজু।

এছাড়াও শোক সভায় দক্ষিণ জেলা শাখার প্রতিটি উপজেলা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button