রাজনীতিশীর্ষ নিউজ

মানুষ বাঁচাতে সরকার কিছুই করছে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান সরকার বহু কথা বলছে, কিন্তু মানুষের বাঁচার জন্য কিছু করছে না। তারা ফ্লাইওভার দেখাচ্ছে। কিন্তু এখানে জনগণের পকেট থেকে লক্ষ কোটি টাকা লোপাট করছে। আসলে দেশের মানুষকে বাঁচাতে কিছুই করেনি সরকার।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে ও আশপাশের দোকানে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব লিফলেট বিতরণ করা হয়, সকালে যার উদ্বোধন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে ঠাঁই নেই। কিন্তু সেদিকে সরকারের মনযোগ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গণবিরোধী কর্মকাণ্ড করছে।’

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ‘আজকে ভেজাল ওষুধ আমদানির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করছে, যে কারণে ডেঙ্গু বাড়ছে। সারাদেশে প্রতিদিনই মানুষ মরছে।’

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ইশরাক হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button