আঞ্চলিকবিনোদন

রাঙ্গুনিয়ার ১৫০ বছরের প্রাচীণ বৈশাখী মেলা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাটে সপ্তদশ শতাব্দীর চাকমা রাজার রাজবাড়ীটির অবস্থান। পুরনো এই রাজবাড়ীকে ঘিরে দেড়শো বছর ধরে নববর্ষের দ্বিতীয় দিন বড়সড় করে বৈশাখী মেলার আয়োজন করা হয়। তবে গত দশ বছর যাবত লিখিতভাবে বৈশাখী মেলায় আয়োজন করা না হলেও এখানে আগের মতোই চাকমাদের বিজু উৎসব ও পূজা অর্চনার আয়োজন হয়ে থাকে। আর এই উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও বসেছে বৈশাখী মেলা।
কালের বিবর্তনে বৈশাখী মেলা নামটি লিখিতভাবে হারিয়ে গেলেও এখনো এটি স্থানীয়দের কাছে বৈশাখী মেলা নামেই বেশ পরিচিত। তাই দূর দূরান্ত থেকে উৎসব ও মেলা দেখতে আসেন দর্শনার্থীরা। তবে কয়েকবছর ধরে উৎসব পরিচালনা কমিটির বিরুদ্ধে গিয়ে মেলার আড়ালে এখানে স্থানীয় কয়েকজন নেতাদের মদদে চলে আসছিল কোটি টাকার জুয়ার আসর। তবে এই বছর পুলিশ-প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় জুয়া বিহীন বৈশাখী মেলা উপভোগ করলো সাধারণ জনগণ।
সোমবার (১৫ এপ্রিল) মেলা ঘুরে দেখা যায়, বিজু উৎসবকে ঘিরে মেলায় পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। পিঠাপুলিসহ নানা বাঁশ-বেতের শৈল্পিক ব্যবহার্য অনেক উপকরণ দোকান বসেছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মেলা ও উৎসব দেখতে এসেছে। এদিকে সকাল থেকেই পুলিশের একটি টিমকে নিরাপত্তায় কাজে দেখা যায়।
এদিন বিকেলে উৎসব পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রায়হান মেহেবুব। তিনি জানান, উৎসবে রাঙ্গুনিয়া ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে। কোন বিচ্ছিন্ন
ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আমরা মেলার আগে থেকে জুয়ার বিষয়ে সবাইকে সতর্ক করেছিলাম। সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এদিকে প্রথমবারের মতো জুয়া বিহীন মেলা পাওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button