শীর্ষ নিউজসংগঠন সংবাদ

অ্যাডাম স্মিথের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন আয়োজিত


বাঙলার পাঠশালা অ্যাডাম স্মিথ স্মারক বক্তৃতা-২০২৩

অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের অয়োজনে “বাঙলার পাঠশালা অ্যাডাম স্মিথ স্মারক বক্তৃতা-২০২৩” আয়োজন করা হয়েছে। এবারে দুটি স্মারক বক্তৃতা একসঙ্গে আয়োজন করা হয়েছে। প্রথম স্মারক বক্তা: অধ্যাপক আজিজুর রহমান খান, ইমেরিটাস অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইড, যুক্তরাষ্ট্র। তাঁর প্রবন্ধের বিষয়: অ্যাডাম স্মিথের উন্নয়নতত্ত¡ ও সমকালীন উন্নয়নপদ্ধতি। অনুষ্ঠানে দ্বিতীয় স্মারক বক্তা: অধ্যাপক অচিন চক্রবর্তী, পরিচালক, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, কলকাতা। তাঁর প্রবন্ধের শিরোনাম: বাজার-সংশয়ী অ্যাডাম স্মিথ ও বর্তমান বিশ^অর্থনীতি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করতে সদয় সম্মতি দিয়েছেন যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান ওসমানী। অনুষ্ঠানে অ্যাডাম স্মিথের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন জনাব আহমেদ জাভেদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাঙলার পাঠশালা ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button