শীর্ষ নিউজ

যশোরে বিজিবি’র অভিযান সাড়ে ১৩ কোটি টাকার স্বর্নবার জব্দ, আটক ৬


মালিকুজ্জামান কাকা, যশোর :যশোরে তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫ পিস সোনার বারসহ ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিউর রহমানের পুত্র নাজমুল হোসেন, চাঁদপুরের উত্তর মতলব থানার ঢাকুরিয়া গ্রামের রশিদ মিয়াজীর পুত্র আরিফ মিয়াজী, কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর পুত্র শাহাজালাল, মাদারীপুর সদর উপজেলার বলশা গ্রামের কামাল হোসেনের পুত্র আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিঝমিঝি পূর্ব পাড়া গ্রামের অলিউল্লাহ ব্যাপারীর পুত্র রবিউল আলম রাব্বি।
বুধবার (১ জুন) দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর প্রাথমিক স্কুলের সামনে তিনটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এই স্বর্ন বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ন বারগুলোর ওজন ১৫ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার।
যশোরস্থ ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ৩টি প্রাইভেটকারযোগে সোনার চালান বেনাপোল সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বিজিবির একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুর একটার দিকে ওই তিনটি প্রাইভেটকারের গতিরোধ করে বিজিবি সদস্যরা। এরপর প্রাইভেটকার ৩টি তল্লাশি করে মোট ১৩৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারে চালকসহ ছয় জনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী আরো জানান, সোনার বারগুলো প্রাইভেটকারের সম্মুখভাগে অভিনব কায়দায় প্রস্তুতকৃত বিশেষ বাক্সে বহন করা হচ্ছিলো। আটককৃতদের সোনার বারগুলো সীমান্তএলাকায় পৌঁছে দিয়ে ডলার নিয়ে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button