বিশেষ খবরবিশ্ব

নিউইয়র্কের সেমিনারে বাংলাদেশে দক্ষতাসম্পন্ন শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের আহবান

‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা ও প্রবাসীদের সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রত্যাশা ব্যক্ত করা হলো। ২ জুলাই শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে এ সেমিনার এক পর্যায়ে মতবিনিময় সমাবেশে পরিণত হয়। নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের শিক্ষার উন্নয়নে কে কী করেছেন, করছেন এবং ভবিষ্যত পরিকল্পনার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কথাও বিবৃত হয়।

তবে প্রায় সকলেই মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে দক্ষতাসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরাও এই যুক্তরাষ্ট্রে এসে কাঙ্খিত চাকরি পাচ্ছেন না। অধিকন্তু কেউ ট্যাক্সি ড্রাইভিং, কেউ রেস্টুরেন্ট কিংবা খুচরা দোকানের কর্মচারি হিসেবে আমেরিকান স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন। এহেন অবস্থার অবসানেই স্কীল্ড ডেভেলপ হয় এমন কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়ার আকুতি প্রকাশ করেন অনেকে। তথ্য-প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজালে যুক্তরাষ্ট্রে এসেই উচ্চ বেতনে চাকরি পাওয়া সম্ভব বলে কেউ কেউ অভিমত পোষণ করেন।

‘বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি’র ব্যানারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটে শাহবাগ কলেজের প্রতিষ্ঠাতা এবং নিউইয়র্কস্থ এবিএইচ ফার্মাসিউটিক্যালসএর সিইও জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। অতিথি বক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল আয়েশা হক। প্যানেল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র চ্যান্সেলর এবং চেয়ারপারসন আবুবকর হানিপ, নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম এম মাতবর এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী।

সিলেটে কমরউদ্দিন চৌধুরী হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ইফজাল চৌধুরীর পরিচালনায় এ আলোচনায় আরো অংশ নেন মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের পথিকৃত মোর্শেদ আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম, বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, উপদেষ্টা ড. প্রদীপ কর, কম্যুনিটি লিডার নাসির খান পল, মঈনুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button