বিশেষ খবর

তাজিয়া মিছিলে ছুরি তরবারি লাঠি নিষিদ্ধ : ডিএমপি

পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে আগামী ৯ আগস্ট। নির্বিঘ্নে এই তাজিয়া মিছিল সম্পন্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বার্তায় বলা হয়েছে, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিবর্গ দা, ছুরি, কাচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

এতে আরও বলা হয়, ডিএমপির অর্ডিন্যান্স নং-III/৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার তাজিয়া মিছিলে দা, ছুরি, কাচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশটি তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button