বিশ্বশীর্ষ নিউজ

ভয়াবহ হামলায় মালিতে ৪২ সেনা নিহত, আহত ২২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এক হামলায় কমপক্ষে ৪২ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২২ জন।

গত রবিবার দেশটির তেসিত শহরের কাছে এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার।হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে মালি সরকার বলেছে, “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।” সূত্র: ভয়েস অব আমেরিকাফ্রান্স২৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button