আঞ্চলিকশীর্ষ নিউজ

যশোরে হত্যা মামলায় প্রভাবশালী ফন্টু চাকলাদার কারাগারে


মালিক উজ জামান, যশোর : যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) হত্যা মামলাটির চার্জশিটভুক্ত আসামি ফন্টু চাকলাদার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ইদ্রিস আলী।
২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতোদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফন্টু চাকলাদার। এরপর আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত এজলাশের বাইরে আদালত প্রাঙ্গনে খোলা এলাকায় ফন্টুর অনুসারীরা অবস্থান করছিলেন।
ফন্টু চাকলাদার যুবলীগ নেতা হিসাবে পরিচিত। তিনি যশোরে আওয়ামীলীগের একাংশের রাজনীতি পরিবচালনা করেন। এসব কারনে তাকে প্রভাবশালী পার্সন বিবেচনা করা হয়। তিনি যুবলীগে যশোর জেলার শীর্ষ পদের দাবিদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button