বিশেষ খবর

সংরক্ষিত আসনের এমপি এ্যানী রহমান আর নেই

পিরোজপুর জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ব্লাড ক্যান্সার ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ এ্যানী রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে অবস্থান করা মাকসুদুর ইসলাম লিটন জানান, আগামীকাল বুধবার এ্যানী রহমানের মরদেহ দেশে নিয়ে আসা হবে। এরপরে পিরোজপুর নিয়ে তার নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শেখ এ্যানী রহমান ২০১৯ সালে সংরক্ষিত আসন ১৯ (পিরোজপুর) এর সংসদ সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ এ্যানী রহমান পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। এ্যানী রহমানের পিতা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান (১৯৩৩-১৯৭৯) ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button