প্রযুক্তিসংগঠন সংবাদ

OIC CERT -এর বাৎসরিক সাইবার ড্রিলে BGD e-GOV CIRT এর ২য় স্থান অধিকার

২০০৮ সালে OIC (অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) এর- ৩৫তম অধিবেশনে Organisation of the Islamic Cooperation -Computer Emergency Response Team (OIC-CERT) প্রতিষ্ঠিত হয়। অদ্য ০৭ নভেম্বর, ২০২২ সোমবার স্বাগতিক দেশ ওমান কর্তৃক আয়োজিত 10th Arab Regional and OIC-CERT Cyber Drill 2022’ অনুষ্ঠিত হল। এবারের ড্রিলের প্রতিপাদ্য বিষয় ছিল “The Rapid Evolving Of Cyber Threats Landscape In Parallel With Innovation In Cybersecurity Industry”.
উক্ত ড্রিলে ২৪ (চব্বিশ) টি টীম অংশ নেয়। বাংলাদেশ, মিশর, কাতার, আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান সহ আরও বিভিন্ন দেশের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম এতে অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষ হতে BGD e-GOV CIRT ড্রিলে অংশ নিয়ে ১০০% পয়েন্ট অর্জন করে ২য় স্থান অধিকার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button