রাজনীতিশীর্ষ নিউজ

মির্জা ফখরুলসহ বিএনপির ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে

পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৫৩ নেতাকর্মীর জামিন শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বিএনপির আইনজীবীরা আশাবাদী এদিন মির্জা ফখরুল-আব্বাসসহ আসামিরা জামিন পাবেন।

জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আবদুস ছালাম, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।

গতকাল তাদের আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। আজ দুপুরে আদালতে আইনজীবীরা জামিন শুনানি করবেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমে বলেন, মির্জা ফখরুল খুবই অসুস্থ। অসুস্থ বিবেচনায় তার জামিনের আবেদন করেছি। এছাড়া এ মামলার এজহারনামী আসামি বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল জামিন পেয়েছেন। মির্জা ফখরুল এজহারনামীয় না। আমরা আশাবাদী মির্জা ফখরুলসহ ১৫৩ নেতাকর্মী জামিন পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button