রাজনীতিশীর্ষ নিউজ

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আজ সকাল ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ২টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ছাত্রদলের প্রত্যেক জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে সমাবেশ হবে।

১৯৭৯ সালের এই দিনে ছাত্রদল প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সংগঠনটির ১৫০ শহীদ পরিবারকে ‘শ্রদ্ধা স্মারক’ প্রদান করা হবে। বিকালে নয়াপল্টনের ছাত্র সমাবেশ থেকে ঢাকা বিভাগের শহীদ পরিবারকে শ্রদ্ধা স্মারক প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button