বিশেষ খবররাজনীতি

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে আবারও ভোটগ্রহণ ১৫ জানুয়ারি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সমান ভোট পাওয়া দুই কাউন্সিলর প্রার্থীর জন্য আবারও ২৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

আগামী ১৫ জানুয়ারি এই ভোট নেওয়া হবে। এতে শুধু সমান ভোট পাওয়া কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মণ্ডল (লাটিম), মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে নতুন করে ভোটগ্রহণে এম এ রাজ্জাক মণ্ডলকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সংক্ষুদ্ধ এই প্রার্থীও নতুন করে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button