বিনোদনসংগঠন সংবাদ

আলী যাকের নতুনের উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ২১-২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’।

৬ দিনব্যাপী এ নাট্যোৎসবে ৫টি নাট্যদলের ৫ জন নির্দেশকের ৫টি নতুন নাটক প্রদর্শিত হবে।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক নাট্য সম্প্রদায় এ তথ্য জানিয়েছে।

ইউনিলিভার বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’ এর আয়োজনের সহযোগিতায় আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৬ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’ এর আহ্বায়ক সারা যাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এবারের ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’ আয়োজনের উদ্বোধনী দিনে ২১ জানুয়ারি বাংলাদেশের নাট্যাঙ্গণের ৪ জনকে সম্মাননা দেবে নাগরিক নাট্য সম্প্রদায়। তারা হলেন-সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকের।

নতুন ৫ নাটক হলো-শুভাশিস সিনহা নির্দেশিত হৃৎমঞ্চ রেপারটরির প্রযোজনায় ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার প্রযোজনায় ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত তাড়ুয়ার প্রযোজনায় ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত প্রাচ্যনাটের প্রযোজনায় ‘অচলায়তন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button