আঞ্চলিকশীর্ষ নিউজ

রোহিঙ্গা শিবির থেকে নব্য জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধান ও বোমা বিশেষজ্ঞ গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করা হয়েছে। কুতুপালং সাত নম্বর ক্যাম্পে গতকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলা র‌্যাবের সাড়াশি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র,গোলাবারুদসহ নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার ( ২৩ জানুয়ারি) উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির এলাকায় গণমাধ্যমকে ব্রিফ করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন।
এসময় তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করে র‌্যাব।
তিনি জানান, এই পর্যন্ত নব্য এই জঙ্গি সংগঠনের ৩৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আশ্রয়দাতা ১৪ জনকে গ্রেফতার করা হয়। আত্মগোপন এবং নতুন সদস্য ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ক্যাম্পে আশ্রয় নিয়েছে জঙ্গি সংগঠনটির নেতৃবৃন্দ, এমন ধারণার কথা জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button