আঞ্চলিকশীর্ষ নিউজ

যশোরে অরক্ষিত রেলক্রসিং দায়িত্ব পালনে গেটকিপার অনীহা


মালিক উজ জামান, যশোর : পশ্চিমাঞ্চলের রেলপথে যশোরঅংশেপ্রকল্পেরঅধীনে দায়িত্বে থাকা গেটকিপারদের বেতন-ভাতাবন্ধ। এ কারণে গেট ফেলে অন্য চাকরিতেছুটছেনতারা। এতে অরক্ষিতহয়ে গেছে যশোরের রেলক্রসিং।
ভুক্তভোগীরা বলছেন, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ১৩তম একনেকসভায় প্রকল্পভুক্ত গেইটকিপারদেররাজস্ব খাতে স্থানান্তরেরআশ্বাস দেওয়া হয়। রেলপথমন্ত্রীনুরুলইসলামসুজনওপ্রকল্প গেটকিপারদেরচাকরিরাজস্ব করণেরআশ্বাস দিয়েছিলেন। কিন্তু ৬ মাসহলোতাদের বেতনবন্ধরয়েছে। এ অনিশ্চয়তায়অনেকেনতুনচাকরিরসন্ধানকরছেন। ফলেঅনেক রেলক্রসিং থাকছে গেটম্যানশূন্য।
পূর্ব-পশ্চিমঐক্যপরিষদের তথ্য মতে, পূর্ব-পশ্চিমমানউন্নয়নশীর্ষক গেটকিপারপ্রকল্পের মোট ১৮৮৯জন চাকরিতে যোগ দেন। এরমধ্যে বেতনভাতাঅনিয়মিতএবংচাকরিঅনিশ্চিতহওয়াতেচাকরি ছেড়ে দিয়েছেন ৩৮৫জন।
বর্তমানে মোট ১৫০৪জন গেটকিপার দায়িত্ব পালনকরছেন।
এদিকে, পূর্বাঞ্চলে ১০৩৮জনের মধ্যে বর্তমানেচাকরিতেআছেন ৭৬৬জন। অন্যদিকে, পশ্চিমাঞ্চলে ৮৫১জনের মধ্যে দায়িত্ব পালনকরছেন ৭৩৯জন। তবেপশ্চিমাঞ্চলের রেলপথে যশোরঅংশেপ্রকল্পেরঅধীনে দায়িত্বে থাকা ১৩৫জনেরমধ্যে গেটকিপারআছেন ১১১ জন।
নামনাপ্রকাশেরশর্তে যশোরঅংশেপ্রকল্পেরঅধীনে দায়িত্বে থাকা ৫জন গেটকিপারজানান, আমাদেরছয়মাসধরে বেতনভাতাবন্ধ থাকায়পরিবারনিয়ে খুব অসহায় অবস্থায়দিন পার করতেহচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়ারপাশাপাশিসাংসারিকখরচচালাতেওহিমশিম খেতে হচ্ছে। তারপরওআমাদের যেনরাজস্বকরণকরা হয়। ইতোমধ্যে আমাদেরঅনেকেরচাকরিরবয়সচলে গেছে। চাইলেওসরকারিআর কোনোচাকরিরআবেদনকরতেপারবোনা।
সদরউপজেলারসাতমাইলবাজারেরপাশেমানিকদিহি রেলক্রসিংঅরক্ষিত অবস্থায়পড়েআছে। স্থানীয়হাফেজমাওলানাশফিকুলইসলামনামে একব্যক্তি দুর্ঘটনাএড়াতেসচেতনতামূলকসাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। সেখানে লেখাআছে—এই গেটে গেটম্যাননাই। নিজ দায়িত্বে চলাচলকরুন।
হাফেজমাওলানাশফিকুলইসলামজানান, মানিকদিহি রেলক্রসিংঅরক্ষিত অবস্থায়পড়েআছে। দুর্ঘটনাসচেতনতামূলকসাইনবোর্ডটিটাঙিয়ে দিয়েছি। যাতেমানুষনিরাপদে চলাচলকরতেপারে। এর আগে যে গেটম্যানছিলেন। তিনিনিয়মিত গেটে থাকতেননা। প্রায়তিনমাসহচ্ছেএখানে কোনো গেটম্যান নেই।
এ ব্যাপারেপশ্চিমাঞ্চলেরপ্রকল্পপরিচালকবীরবলমন্ডলজানান, সারাদেশে গেটকিপারসংকটরয়েছে। এজন্য কয়েকজায়গায় গেটকিপার নেই। বেতন-ভাতাসহসার্বিকবিষয়েঊর্ধ্বতনকর্তৃপক্ষকে জানানোহয়েছে। অচিরেইসমাধানহবেবলেআশাকরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button