বিশেষ খবরবিশ্ব

খাদ্য নিয়ে প্রতিবেশী দেশের সতর্কতার পর কৃষিতে মৌলিক পরিবর্তনের নির্দেশ কিম জং উনের

খাদ্য নিয়ে দক্ষিণ কোরিয়ার সতর্কতার পর কর্মকর্তাদের কৃষিতে উৎপাদনের লক্ষমাত্রা অর্জনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সেন্ট্রাল কমিটির অষ্টম সভায় কিম এই নির্দেশ দেন।

আল জাজিরার খবর অনুসারে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৃষিতে মৌলিক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক বলয় থেকে বিচ্ছিন্ন দেশটিতে ভয়াবহ ‘খাদ্য সংকট’ দেখা দিয়েছে এমন সতর্কতার পর কিম এমন নির্দেশনা দিলেন। সোমবার ওয়ার্কাস পার্টির সভায় কিম জং উন দেশের খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের ওপর জোর দেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনের খবর অনুসারে, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে কিম জং উন দলের দৃঢ় সংকল্প প্রকাশ করেন। এক্ষেত্রে তিনি কোনো ব্যর্থতা চান না। কিম জং উন বলেন, সমগ্র দলের ভেতর শক্তিশালী নেতৃত্ব সিস্টেম যতক্ষণ প্রতিষ্ঠিত, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই অসম্ভব নয়।

উত্তর কোরিয়া শাসন করা পরিবারের কিম জং উন তৃতীয় প্রজন্ম। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ায় ‘ভয়াবহ খাদ্য সংকট’ রয়েছে বলে তাদের মনে হয়েছে। দেশটিতে অনাহারে মৃত্যু হয়েছে এমন রিপোর্টও তাদের কাছে আছে। প্রতিবেশী ‘শত্রু’ দেশের এমন মন্তব্যের পর কিম জং উন কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার কথা বললেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button