চট্টগ্রামশিক্ষাসংগঠন সংবাদ

অব্যাহতি চেয়েছেন চবির প্রথম নারী সহকারি প্রক্টর মরিয়ম

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর লিখিত এ আবেদনটি গ্রহণ করেছে রেজিস্ট্রার অফিস।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।
অব্যাহতির বিষয়টি জানতে চাইলে সহকারি প্রক্টর মরিয়ম ইসলাম অব্যাহতি চেয়ে আবেদন করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও অব্যাহতির বিস্তারিত জানতে চাইলে তিনি কোন প্রকারে মুখ খোলতে রাজি হননি।
তবে বিশেষ সূত্র বলছে, চবির প্রথম নারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখালেও এর অভ্যন্তরে রয়েছে নানা দ্বন্ধ, কোন্দল, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, ছাত্রী নিপীড়ন ও মারধরের শিকারসহ জনবল ও শিক্ষক নিয়োগে নানা অনিয়মোর কারণেও তিনি অব্যাহতি চাইতে পারেন।
সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ জুলাই সহকারী প্রক্টর হিসেবে মরিয়ম ইসলাম কে নিয়োগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে তিনি যোগদান করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button