আঞ্চলিকচট্টগ্রামসংগঠন সংবাদ

সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন স্কাউটদের ২য় বার্ষিক ক্যাম্পিং সম্পন্ন

গত ১৭ই মার্চ ২০২৩, শুক্রবার, সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন কাব-স্কাউটদের সংগঠন, “প্লাসিডিয়ান ওল্ড স্কাউটস্ গিল্ড” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সংগঠনের ২য় বার্ষিক ক্যাম্পিং। রাঙ্গামাটি উপজেলার বাঙ্গালহালিয়ার ৩নং কাজু বাদাম ও কফি বাগানে সুউচ্চ পাহাড়ের উপর ‘স্ট্যাগ মিট ২০২৩’ শিরোনামে ব্যতিক্রমী এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি প্রাক্তন স্কাউট সুজয় সেন গুপ্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক স্কাউট বদিউর রহমানের সঞ্চালনায় সকাল ১০ টায় পতাকা উত্তোলন এবং স্কাউট প্রতিজ্ঞার মাধ্যমে উক্ত ক্যাম্পিংয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। উল্লেখ্য, সেন্ট প্ল্যাসিড’স স্কুল চট্টগ্রামের ১ম স্কাউট দল (স্থাপিতঃ ১৯২৩ সাল)। ভিন্ন ভিন্ন ব্যাচের নানা শ্রেনী পেশার সর্বমোট ৪০ জন প্রাক্তন স্কাউট দিনব্যাপী এই ক্যাম্পিং-এ অংশগ্রহণ করেন। তন্মধ্যে, ১৯৬৮ ব্যাচের স্কাউট আশফাক কাদরী ও স্কাউট শওকত দোভাষ, এই দুইজন সহপাঠী সবচাইতে বয়োজেষ্ঠ্য স্কাউট হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন ট্রুপ লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউট জাস্টিস ফাইসাল ফাইজী (১৯৮০ ব্যাচ) , স্কাউট এম এ মুসাব্বের (১৯৮২ ব্যাচ) এবং স্কাউট সাইফ উল ইসলাম (১৯৮৪ ব্যাচ)। তাঁরা তাঁদের সময়কার রোমাঞ্চকর স্কাউটিং অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করেছেন। এই ক্যাম্পিংয়ে স্কুলের প্রাক্তন স্কাউটদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমরুল কায়েস, এড ওয়াসিম শরীফ, এড গৌতম চৌধুরী পার্থ, প্রকৌশলী কামরুদ্দিন আহমেদ চৌধুরী, ডাঃ তৌফিক শাহরিয়ার হক, ডাঃ সাঈদ মোহাম্মদ সবুক্তগীন, জনি গোমেজ, এ এস এম মামুনুর রহমান, মোঃ নুরুন্নবি দীপু, আনসার আলী, সাংবাদিক ইমু খান, সুমন বড়ুয়া, মাহমুদুল, সাকিব, হেলালউদ্দিন, ফাহিম উদ্দিন ও প্রকৌশলী রাশেদ চৌধুরীসহ আরও অনেকেই। উপস্থিত সবাই যার যার সময়ের স্কাউটিং এর আনন্দময় অভিজ্ঞতাও বর্ণনা করেন। স্কাউটগন ক্যাম্পিংয়ের জন্য নির্ধারিত পোশাক পরিধান করে চারটি উপদলে ভাগ হয়ে সকল কার্যক্রমে অংশগ্রহন করেন। কার্যক্রম সূচীর মধ্যে ছিল তাঁবু স্থাপন, হাইকিং, পাইওনিয়ারিং, বৃক্ষরোপন, গেজেট তৈরী ও ফেলোশিপ। সব শেষে মনোজ্ঞ ক্যাম্প-ফায়ার উদযাপনের মাধ্যমে দিনব্যাপী এই স্মরণীয় ক্যাম্পিং এর সফল সমাপ্তি শেষে সকল অংশগ্রহণকারী রাত ১০টায় চট্টগ্রাম ফিরে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button