বিনোদনসংগঠন সংবাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মধ্যে দিয়ে বাঙলা মুখ অভিনয় উৎসব ‘২৩ এর শুভ উদ্বোধন

চট্টগ্রাম : সংবাদদাতা : শ্রী বিপ্লব জলদাস : আজ সোমবার ২৯ মে ‘২৩ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগ বাঙলা মুখ অভিনয় উৎসব’২৩ উপলক্ষে মূকভাষায় বাঙলার সংস্কৃতি এই স্লোগানে, বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে, সাম্পান থিয়েটার এর সহযোগীতায় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে এবং শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোল বাদক শিল্পী শ্রী বাবুল জলদাস এর সানাইয়ের সুরে ও বাংলা ঢোল বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক
কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে এক সভা অনুষ্ঠিত হয়, এতে স্বাগত বক্তব্য রাখেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস বিটা এর নির্বাহী পরিচালক, নাট্যকার ও নির্দেশক কবি শিশির দত্ত,
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি নাট্যকার ও নির্দেশক কবি নাজিম উদ্দীন শ্যামল, এতে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন – দোলন দাস, সুজন দাস, আকাশ দাস, নীরব দাস প্রমূখ।
শেষে মূকাভিনয় পরিবেশনা করেন প্যান্টোমাইম মুভমেন্ট, চট্টগ্রাম দ্য মাইম ট্রুপ, চট্টগ্রাম মনন মাইম থিয়েটার, ঢাকা | মিরর মাইম থিয়েটার, ঢাকা দ্য মামার্স ঢাকা থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জ এবং শিল্পী দেওয়ান মামুন। বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button