বিশেষ খবর

নতুন করারোপ ছাড়া কুমিল্লা সিটির বাজেট ঘোষণা

নতুন করে কোন ধরনের করারোপ না করেই ২০২৩-২৪ অর্থ বছরে কুমিল্লা সিটি কর্পোরেশনের অর্থবছরের ৭৪৮ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা ৬৯ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট রাজস্ব ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৭৩৮ কোটি ৫৪ লাখ ৭২ হাজার ৫শ’ ৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৭৩৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। বাজেটের অধিকাংশ অর্থ আসবে উন্নয়ন অনুদান হিসেবে। এর মধ্যে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা এবং উন্নয়ন তহবিল অনুদান হিসেবে আসবে ৬৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকা।

বুধবার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ বাজেট পেশ করেন মেয়র আরফানুল হক রিফাত। এবারের এ বাজেট কুসিকের বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর ঘোষিত শেষ বাজেট (২০২২-২০২৩) এর দ্বিগুণ। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০.৬৯ টাকা।

বাজেটে উন্নয়ন প্রকল্প হিসেবে সিটি কর্পোরেশনের বহুতল ভবন নির্মাণ, সেবক কলোনি নির্মাণ, কবরস্থান ও শ্বশ্মান উন্নয়ন, বাস টার্মিনাল নির্মাণ, ধর্মসাগরের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের মধ্য দিয়ে বিউটিফিকেশন কাজ, জলাবদ্ধতা নিরসন, বড় খালের খনন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প রয়েছে।

মেয়র আরফানুল হক রিফাত বলেন, এ বাজেট বর্তমান পরিষদের প্রথম বাজেট। এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, এক বছর আমাদের জন্য খুব বেশি সময় না। জলাবদ্ধতা ও যানজট নিরসনে খুব অল্পসময়ে নগরবাসীকে রেজাল্ট দেয়া হবে।

এ সময় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী।

অন্যান্যের মধ্যে জেলা পিপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, মো. মনজুর কাদের মনি, কাউছারা বেগম সুমি, কুসিকের সচিব আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button