অর্থ ও বাণিজ্যচট্টগ্রামশীর্ষ নিউজ

কর্ণফুলীতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের বোতল অবৈধভাবে মজুদ করা ও বিভিন্ন দাহ্য পদার্থ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-বিসমিল্লাহ স্টোর, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গাউছিয়া জিলানী ট্রেডার্স।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনও অফিসের সিএ দীপক চাকমা, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্যরা।

ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, লাইসেন্সবিহীন তিন ব্যবসায়ি ঝুঁকিপূর্ণ পরিবেশে অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডারের বোতল মজুদ ও অকটেন বিক্রি করে ছিলেন। ওদের কাছে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া যায়নি। তাই পেট্রোলিয়াম আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিস্ফোরণ আইনে তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button