বিশেষ খবর

আজ শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী

২৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী আজ বুধবার। ১৯৮৪ সালের এইদিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছিলেন।
শাহাদৎবার্ষিকী উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থানে আলোচনা ও স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান গাজীপুরের সব কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সরকারের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গাজীপুর জেলার কালীগঞ্জে মোহাম্মদ ময়েজউদ্দিন নিহত হন।
শহীদ ময়েজউদ্দিন ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. ছুরত আলী ও মাতার নাম মোসাম্মৎ শহর বানু, পিতা-মাতার চার পুত্র সন্তানের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বর্তমানে কালীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button