বিশেষ খবর

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪৮

 

সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে, এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ১৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৭৮৩ জন।
এছাড়া বাকি ৩৮৮ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালে ২৩৫ জন ভর্তি রয়েছেন। এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৭২ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button