আঞ্চলিকসংগঠন সংবাদ

যশোর রামকৃষ্ণ মিশনের মণ্ডপ পরিদর্শনে আনসার উপমহাপরিচালক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশনস) এ কে এম জিয়াউল আলম, বিএএম পিভিএমএস।

সোমবার ২৩ অক্টোবর দুপুরে পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আশ্রমের মহারাজ স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সাথে মতবিনিময় করেন। জেলায় ৭৩৩টি পূজা মন্ডপে ৪ হাজার ৬৮৪ জন আনসার সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি। পরিদর্শনকালে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে অবগত হন এবং বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।

এ সময় তার সাথে ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, সার্কেল অ্যাডজুট্যান্ট মহব্বত আলী মোড়ল, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button