বিশেষ খবর

ভোলায় নতুন ভোটার প্রায় ২ লাখ ৮০ হাজার

ভোলা, ২৮ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৭৯ হাজার ৯৩১ জন।
এর মধ্যে পুরুষ রয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩৮ জন, নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৩৭৯ ও তৃতীয় লিঙ্গের ১৪ জন রয়েছেন। আর গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলো ১২ লাখ ৭৩ হাজার ৮২১ জন। যা গত ৫ বছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন। জেলা নির্বাচন অফিস সূত্র আজ বাসস’কে এসব তথ্য জানায়।
সূত্র আরো জানায়, জেলার মোট ভোটারের মধ্যে ভোলা-১ আসনে (সদর উপজেলা) রয়েছে- ৩ লাখ ৭৪ হাজার ৮১৪ জন। ভোলা-২ আসন (দৌলতখানে-বোরহানউদ্দিন) ৩ লাখ ৬৫ হাজার ৪৪০। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) ৩ লাখ ৫৯ হাজার ৮১৭ জন। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) ৪ লাখ ৫৩ হাজার ৬৮১ জন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বাসস’কে বলেন, জেলায় বৃদ্ধি পাওয়া ভোটরদের মধ্যে অকিাংশই নতুন তরুণ ভোটার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারের পাশাপাশি ভোট কেন্দ্র ও ভোট কক্ষর সংখ্যাও বেড়েছে। গত জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিলো ৪৭৬টি, এবার তা বেড়ে হয়েছে ৫২৬টি। এছাড়া ভোট কক্ষ ছিলো ২ হাজার ৭১৪টি, তা হয়েছে ৩ হাজার ৬৩২টি।
জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক আরিফুজ্জামান বাসস’কে জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় সব ধরনের প্রস্তুতি চলছে। জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ভোট কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। ইতোমধ্যে আমরা উপজেলা ভিত্তিক প্রত্যেক কেন্দ্র পরিদর্শন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছি। তারা কেন্দ্রগুলোর বিভিন্ন সমস্যা চিহিৃত করতে কাজ করছেন।
তিনি জানান, ভোটারদের নিরবিচ্ছিন্নভাবে ভোট কেন্দ্রে যেতে বিভিন্ন সড়কগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করারও কাজ চলছে। একইসাথে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে বিদ্যুৎ লাইন সম্প্রসারণসহ সংস্কার করার জন্য। জেলার সকল ভোটার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button