বিশ্বসংগঠন সংবাদ

বিপুল উৎসাহ-উদ্দীপনায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, বিভিন্ন দেশে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, বিভিন্ন দেশে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। মুসলমানদের দুই পবিত্র নগরী মক্কার কাবা শরীফ এবং পবিত্র মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে
৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। ফলে আজ বুধবার সৌদি আরবে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
রিয়াদ, জেদ্দা , মক্কা মদিনাসহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হয়। এদিকে বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়, এতে ইমামতি করেন- শেখ সালেহ্ বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
মদীনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৬ টা ১৯ মিনিটে। সেখানে নামাজের ইমামতি করেন শেখ আহমাদ হুজাইফি।
সৌদি আরবের সকল জেলার মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণ এইসব মসজিদে ঈদের নামাজে অংশ নেন। মসজিদগুলোর চত্বরে মহিলাদের জন্যও বিশেষ আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button