অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

যশোরে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বৃদ্ধি


মালিক উজ জামান,যশোর : ৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ ঈদের পর ৫০ থেকে ৬০ টাকায়বিক্রি হচ্ছে। অর্থাৎপ্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরাবলছেন, আমদানিবন্ধেরকারণে পেঁয়াজের দাম বেড়েছে।
বুধবার (৫এপ্রিল) যশোরেরবিভিন্নএলাকারবাজারঘুরেএমনচিত্র দেখা গেছে।সপ্তাহখানেকআগে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি২৫ থেকে ৩০ টাকা। এক মাসআগেছিল২০ টাকা। বর্তমানেবিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।যশোরবড়বাজার, যশোর রেলস্টেশন বাজার, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, নুতনখয়েরতলা, পালবাড়ি, উপশহরসর্বত্রই একই অবস্থা।
ব্যবসায়ীরাবলছেন, এ বছর পেঁয়াজউৎপাদন কম হয়েছে। ভারত থেকেও আমদানিবন্ধরয়েছে। এসবকারণে পেঁয়াজের দাম বেড়েছে। আগামীসপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজআমদানিরঅনুমতি দেওয়াহতেপারে। তারপর থেকে পেঁয়াজের দাম কমেযাবে।
শুধুযশোরইনয়, রাজধানীতেও পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছেহঠাৎকরে।কারওয়ানবাজারেরব্যবসায়ীরাজানান, ঈদের পর ৩৫ টাকা কেজিতে পেঁয়াজকিনতেহয়েছে। বিক্রি করেছি ৪০ থেকে ৪৫ টাকায়। কিন্তু শুক্রবারকেনাপড়েছে ৪৮ টাকা কেজি। খরচসহ ৫২ থেকে ৫৩ টাকাপরবে। বিক্রি করছি ৬০ টাকায়।
ক্রেতারাবলছেন, দুদিনআগেও যে পেঁয়াজ ৪৫ টাকায়কিনেছিতাএখন ৬০ টাকাহয়ে গেছে। বাজারেএখনডাকাতিচলছে। ব্যবসায়ীদের এই ডাকাতি কী দেখার কেউ নেই! এই ক্ষোভ ক্রেতাসাধারনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button