বিশেষ খবররাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার প্রার্থী সাজু বিজয়ী

 

ব্রাহ্মণবাড়িয়া, ৫ নভেম্বর, ২০২৩ (বাসস) : সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর রাতে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম ফলাফল এই ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে তিনি ২৮,৫৬৬ ভোট বেশী পেয়ে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফল অনুযায়ী, ১৩২টি কেন্দ্রের সবকয়টিরই ফল এসেছে। এতে নৌকা প্রতীকে শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬, হাজার ৩১৪ ভোট। তার নিকট স্বতন্ত্র প্রার্থী এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৭ ভোট। লাঙ্গল প্রতীকে অ্যাড. আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১০৮৩৫৭। বাতিল হয়েছে ১৩০৮। ভোট পড়েছে শতকরা ২৭ দশমিক ১৩ ভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button