কার্তিকের সবচেয়ে কঠিন কাজ
বলিউডে ভৌতিক ঘরাণার জনপ্রিয় ছবি ‘ভুল ভুলাইয়া’। আজও বলিউডপ্রেমীদের প্রিয়দর্শন পরিচালিত এ ছবিটি সমানভাবে মুগ্ধ করে। বিদ্যা বালান ও অক্ষয় কুমারের অনবদ্য অভিনয় ছবিটি অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই ছবিটির সিক্যুয়েল কেমন হবে তা নিয়ে অনেকেই দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছে। দর্শকরাও ছবিটি পছন্দ করেছেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন কার্তিক আরিয়ান, টাবু ও কিয়ারা আদভানি।
‘ভুল ভুলাইয়া’ ছবির একটি গান বেশ নজর কেড়েছিল। শ্রেয়া ঘোষাল ও এম জে শ্রীকুমারের গাওয়া ‘আমি যে তোমার’ শিরোনামের সেই গানে নেচেছিলেন বিদ্যা বালান। তার সঙ্গে ছিলেন ভিনিথ
এবার আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাতে একই শিরোনামে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। বিদ্যার জায়গায় নেচেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। গানটির ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে কার্তিক লিখেছেন, এর আগে ক্যারিয়ারের কোনো গানের শুটিংই এত কঠিন মনে হয়নি তার।