চট্টগ্রামশীর্ষ নিউজ
ছেলে আন্দোলনে যুক্ত থাকায় বাবাকে চাকরিচ্যুতের চেষ্টা ; ভুক্তভোগী ছাত্র জুলহাসের পাশে ফারাজ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং ডিপার্টমেন্ট ২য় বর্ষের ছাত্র জুলহাসনাইন সায়েম। তার গ্রামের বাড়ী চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে।
সম্প্রতি, কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষার্থীদের মতো সেও অংশগ্রহণ করেছিল এবং কোটা সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল। এর জের ধরে তাকে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে হুমকি দেওয়া হয়।
তাঁর বাবা মোহাম্মদ আইয়ুব ইয়াসিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। আন্দোলনে অংশ নেওয়ার কারণে তার বাবাকে চাকরিচ্যুত করার চেষ্টা করে একটি পক্ষ।
বিষয়টি ফারাজ করিম চৌধুরীর কাছে অবগত করা হলে তিনি তাৎক্ষণিক এর তীব্র প্রতিবাদ করেন এবং তাঁর বাবা রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সাথে কথা বলে দ্রুত চাকরি পুনর্বহাল করার ব্যবস্থা করেন৷