
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। সোনিয়া গান্ধী স্বাস্থ্যবিধি মেনে আইশোলেশনে আছেন। আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর হালকা জ্বর আছে। করোনার আরও কিছু উপসর্গ আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) সমন জারি করেছে। সোনিয়া গান্ধীকে ৮ জুন ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। বুধবার কংগ্রেস জানিয়েছে, সোনিয়া অবশ্যই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন।