চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে বিস্ফোরণের ঘটনায় গতকাল রবিবার বিকালে আগুনের মাত্রা কমে আসে। কিন্তু সন্ধ্যা ৭টার পর আবারও আগুনের মাত্রা বাড়তে শুরু করে। ধারণা করা হচ্ছে, এসব আগুনের উৎস জুট, তুলা ও কাপড় ও রাসায়নিক পণ্য। ফলে জুট, তুলা, কাপড় আর রাসায়নিক পণ্যের কারণে আগুন নিয়ন্ত্রণে আনাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পণ্যের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এদিকে ডিপোর ভেতরে রাসায়নিক পণ্য ভর্তি কন্টেইনারের সন্ধান পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেখানে অন্তত রাসায়নিক পদার্থ ভর্তি ৪টি কন্টেইনার পাওয়া গেছে। এই কন্টেইনারগুলো নিরাপদ দূরত্বে সরানো হয়েছে।
২৪ পদাতিক ডিভিশনের তদারকি কর্মকর্তা লে. কর্ণেল আরিফুল ইসলাম হিমেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিপোতে আরও ৪টি রাসায়নিক কন্টেইনারের সন্ধান পাওয়ার পর সেগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।