চট্টগ্রামশীর্ষ নিউজ
চমেক হাসপাতালে মারধরের প্রতিবাদে নার্সদের অবস্থান কর্মসূচি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ার্ডের নার্সদের মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর হাসপাতালের নার্সরা হাসপাতালের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল।
আহত ফারুক হোসেন বলেন, বিকালে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একজন রোগীকে ভর্তি করাতে আসেন পঞ্চম বর্ষের এক ছাত্র। এ সময় তথ্য জানার চেষ্টা করলে একজন মহিলা নার্সকে মারধর করা হয়। কিছুক্ষণ পর ৫০ জনের মতো এক গ্রুপ এসে ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এ সময় আমিসহ বেশ কয়েকজনকে মারধর করে তারা।
নার্সিং অফিসার রাফাত জামান বলেন, আমাদের দাবি মারধরের বিচার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।