অর্থ ও বাণিজ্যবিশ্ব

ক্রিপ্টোকারেন্সির বাজারে ধস

ক্রিপ্টোকারেন্সির বাজারে সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। ২০২০ সালের পর এই মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার টানা ১২তম দিনের মতো বিটকয়েনের দাম কমেছে। বিটকয়েনের বাজারদর শনিবার ১৫ শতাংশ কমে দাঁড়ায় ১৭ হাজার ৫৯৯ ডলারে। গত সোমবারের পর যা ছিল সবচেয়ে বড় দরপতন। এরপর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন। রবিবার সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সি ১৯ হাজার ৭৫ ডলারে বিক্রি হয়েছে।

বাজারে মূলধনের দিক থেকে বিটকয়েনের পরেই আছে ইথার। ব্লুমবার্গ জানিয়েছে, ক্রিপ্টো ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় মুদ্রা ইথারের দামও ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৮৮১ ডলারে, যা ২০২১ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। অবশ্য সিঙ্গাপুরে রবিবার সকালে ইথারের দাম ১১ শতাংশ বেড়ে ১০০৫ ডলারে দাঁড়িয়েছে।

 

সূত্র : ব্লুমবার্গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button