প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলা; যেভাবে আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনামুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ মো. এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আড়াই থেকে তিন বছর উত্তরায় ছিলেন শেখ মো. এনামুল হক। পরিচয় দিতেন চিকিৎসক হিসেবে। তবে নিজস্ব গণ্ডির মধ্যেই তিনি চিকিৎসা করাতেন। এর আগে আট বছর মসজিদে ইমামতি করেছেন। নিজেকে ক্বারী হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি পড়াশুনা করেছেন জেনারেল লাইনে। কিছু সময় তিনি প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি এনামুল করিম নামে জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন।
উল্লেখ্য, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় বোমা দেখা যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়।