বিশেষ খবরসংগঠন সংবাদ
বন্যার্তদের পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন
ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। পানিবন্দি সিলেট ও সুনামগঞ্জবাসীদের অর্থ সহায়তা দিয়ে সাহায্য করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।
এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানান, সিলেট ও সুনামগঞ্জবাসীর মৌলিক চাহিদা পূরণে আমরা আমাদের সদস্যদের সহযোগিতায় একটি তহবিল গঠন করে প্রাপ্ত অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।
পাশাপাশি তারা সারা বিশ্বে থাকা প্রবাসীদেরও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।