আঞ্চলিকসংগঠন সংবাদ

প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীরের পিতা সাবেক বোর্ড কর্মকর্তা তোফাজ্জেল হোসেন পরলোকে


মালিক উজ জামান, যশোর : প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীরের পিতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের সাবেক শিক্ষা নিয়ন্ত্রক, আলহাজ্ব তোফাজ্জেল হোসেন মঙ্গলবার ভোর তথা সোমবার দিবাগত রাত ২ টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। (ইন্না – – রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
তোফাজ্জেল হোসেনের পরিবারের সদস্যরা জানান, যশোর শহরের পুরাতনকসবা লিচুবাগান মহল্লায় নিজ বাড়ীর পাশে মসজিদে আছরের নামাজ পড়েন। এরপর তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তবু তা নিশ্চিত হতে তাকে যশোার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। কতৃব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এসময় তার পাশে বড় পুত্র শিক্ষাবোর্ড কর্মকর্তা আহসান রফিক, মেজপুত্র আহসান কবীর, ছোটপুত্র আহসান মনি, কন্যা খুকি, জামাতা সোনালী ব্যাংক কর্মকর্তা (অব:) আব্দার রহমান, নাতি নাতনী সকলেই উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল ১০ টায় পুরাতনকসবা জামে মসজিদে তার নামাজে জানাযা হয়। এ জানাযায় অংশ গ্রহন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক তৌহিদুর রহমান, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা ইকবাল কবির জাহিদ, জেলা শিল্পকলা একাডেমীর নব নির্বাচিত সভাপতি এ্যাড. মাহমুদ হাসান বুলু, দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সম্পাদক সাহাবুদ্দীন আলম, প্রেসক্লাব যশোরের সহ সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নুর ইসলাম, যুগ্ম সম্পাদক মিলন রহমান, তওহীদ মনি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইয়ুব, সাধারন সম্পাদক আকরাম হোসেন, যশোর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান মিলন, সাবেক কমিশনার মোস্তাফিজুর রহমান মুস্তা, জাতীয় পরিবহন শ্রমিক লীগের সভাপতি মালিকুজ্জামান কাকা, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, ফিরোজ, কামাল হোসেন প্রমুখ। শিক্ষাবোর্ড যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তোফাজ্জেল হোসেনের নামাজে জানাযায় অংশ গ্রহন করেন। নামাজে জানাযায় চৌগাছা উপজেলা ও মহেশপুর উপজেলার তার আত্মীয় স্বজন ভাইপো, নাতিসহ বিভিন্ন পর্যায়ের লোকজন শুভাকাঙ্খী অংশ গ্রহন করেন। নামাজে জানাযার পরে তার মৃতদেহ শহরের কারবালা কবরস্থানে ২০১৯ সালে ক্যান্সার রোগে মৃত্যুগ্রহনকারী স্ত্রী শামসুন্নাহার সূর্যী’র কবরের পাশে দাফন করা হয়। এসময় এক হ্নদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button