এবার বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চান তামিম
চলমান উইন্ডিজ সিরিজ সুপার লিগের অংশ নয়। হার-জিতে র্যাঙ্কিংয়ের পয়েন্টে কিছুটা আঁচ পড়লেও সুপার লিগের পয়েন্টে কোনো প্রভাব ফেলবে না। এজন্য ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেট ও দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করার পর এবার বেঞ্চের শক্তি ঘেঁটে দেখতে চান অধিনায়ক তামিম ইকবাল।
সিরিজ জয় নিশ্চিতের পর তামিম বলছিলেন, ‘আমার কাছে মনে হয় এখন আমাদের সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। যখন পয়েন্টসের খেলা হয়, তখন সুযোগ থাকে না কিন্তু এখন যখন একটা সিরিজে ২-০ তে এগিয়ে, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এটার জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয় তবুও ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি তাহলে দেখব কখন?’
সঙ্গে যোগ করেন তামিম, ‘বেঞ্চের শক্তি অবশ্যই আমাদের পর্যবেক্ষণ করা উচিত। এই একটা জিনিস আমরা বাংলাদেশ ক্রিকেটে খুব কম করি। অবশ্যই আমরা সব ম্যাচই জিততে চাই। মাঝেমধ্যে এই জিনিসটা করা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।’
বেঞ্চের শক্তি পরীক্ষা করার কারণ ব্যাখ্যা দেন তামিম, ‘আপনি জানেন না, আপনি একটা গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে গেছেন সেখানে দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুর্ড হয়ে গেছে। তো পরিবর্তে যে ছেলেটা খেলবে তার জন্য হঠাৎ করে কঠিন হয়ে যেতে পারে।’