খেলা
জুভেন্টাসে ফিরতে পেরে খুশি পগবা

ওল্ড ট্রাফোর্ডে অধিকাংশ সময় অস্বস্তিতেই কেটেছে ফরাসি মিডফিল্ডার পল পগবার! বিশেষ করে শেষ কয়টি মৌসুম ছিল খুবই অস্বস্তির। তবে ২৯ বছর বয়সী এই তারকা জুভেন্টাসে প্রত্যাবর্তনের বিষয়টি ব্যাখ্যা করার সময় যে হাসিটি তার মুখে ফুটে উঠেছিল তাই অনেক কিছু বলে দিয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ছয় বছর কাটানোর পর ফের জুভেন্টাসে ফিরে সংবাদ সম্মেলনে পগবা বলেন,‘ জুভেন্টাসে এসে মনে হচ্ছে আমি যেন নিজ গৃহে ফিরে এসেছি।’
বিনা ট্রান্সফারে সোমবার জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি সম্পাদন করেছেন পগবা। চার বছরের জন্য করা এই চুক্তি অনুযায়ী তিনি প্রতি মৌসুমে ৮ মিলিয়ন ইউরো পাবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকছে আরও ২ মিলিয়ন ইউরো।