জামায়াতের সেক্রেটারিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক কাজী ওয়াজেদ আলী অভিযোগপত্রটি জমা দেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম মুহাম্মদ সামশুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, ইজ্জত উল্যাহ, মো. মোবারক হোসেন, সুরা সদস্য মো. ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেলের গাড়িচালক মো. মনিরুল ইসলাম, সমর্থক মো. আবুল কালাম আজাদ।
এজাহারভুক্ত আসামি মো. ইমাম হোসেন ও মো. আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন প্রকার লিফলেটসহ নানা কিছু উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে।