চট্টগ্রামসংগঠন সংবাদ
চট্টগ্রামের দোহাজারী দেবকুল তপবন আশ্রম পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ
অদ্য ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে চট্টগ্রামের দোহাজারী দেবকুল তপবন আশ্রম পরিদর্শন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী বিপ্লব জলদাস, শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত ঠাকুরদাস, সংগঠনের সিনিয়র সদস্য শ্রীমতি দীপা জলদাস, সংগীতা জলদাস ও অব্র দাস প্রমুখ।
উক্ত আশ্রম পরিদর্শনকালে আশ্রমের সেবায় নিয়োজিত পূজারী ও আশ্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়। এই দেবকুল তপবন আশ্রম ও আশ্রমের বিভিন্ন মঠ মন্দির পরিদর্শন ও নানান প্রজাতির গাছ গাছালিতে সমৃদ্ধ ছিমছাম পাহাড়ি পরিবেশ ও বনভূমির সৌন্দর্য উপভোগ করতে এবং ভ্রমণ করার জন্য অনেক পূর্ণাথি ও পর্যটকদের আগমন হয়। বিজ্ঞপ্তি