আঞ্চলিকবিশেষ খবর

শার্শা’য় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান আবারো শ্রেষ্ট


মালিক উজ জামান, যশোর : যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান আবারো শ্রেষ্টত্বের স্মাননা স্মারক ও প্রশংসাপত্র পেয়েছেন। ২১ জুলাই শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে ২০২১-২০২২ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বেনাপোল ইউনিয়ন পরিষদ শার্শা উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদে নির্বাচিত হওয়ায় তাকে এ সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র দেওয়া হয়।
শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র উপহার দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। ৮০০ কোটির পৃথিবী: ‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানে সারাদেশের সাথে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান। তিনি জানান, সারাদেশের সাথে একযোগে শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে ২০২১-২০২২ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য এ উপজেলায় ৬টি বিভাগে বিভক্ত করে ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের পুরস্কারের ভূষিত করা হয়েছে। এর মধ্যে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি কায়বা ইউনিয়নের (এফডব্লিউএ) ছফুরা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ডিহি ইউনিয়নের (ইউএইচএন্ডএফডব্লিউসি) সাজেদা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক গোগা ইউনিয়নের আব্দুল হান্নান, শ্রেষ্ঠ স্বাভাবিক প্রসব সেবা প্রদাণকারি(সিএসবিএ) বাগআঁচড়া ইউনিয়নের ৩ক ইউনিটের নুরুন্নাহার, শ্রেষ্ঠ (এসএসিএমও) বাহাদুরপুর ইউনিয়নের ইউএইচ এন্ড এফডব্লিউসি আব্দুস সোবহান এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উলাশী ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে বেনাপোল ইউনিয়ন পরিষদসহ উল্লেখিত ৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। আমরা বিশ্বাস করি এ কর্মদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণীত করবে। এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি), শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ১১ বছরের চেয়ারম্যান জীবনে শার্শা উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, যশোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যানে ভূষিত হয়েছিলেন। তিনি ২০২২ সালেও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র গ্রহণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button