বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী আর নেই
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
তার ছেলে ব্যারিস্টার মো. জিসান হায়দার গণমাধ্যমকে জানান, বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন। বাবার লাশ গ্রামের বাড়ি নেয়া হচ্ছে।
হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায়। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।